ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাবি উপাচার্যের বিরুদ্ধে সাবেক উপাচার্যের স্ত্রীর মামলা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ০৯:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

পেনশনের টাকা আটকে রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিনের স্ত্রী মোমেনা জীনাত।

বিজ্ঞাপন

মামলায় নিয়ম বহির্ভূতভাবে পেনশনের টাকা আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যুগ্ম জেলা জজ আদালত- ১ এ মামলা দায়ের করা হয়। এই মামলার বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর বিবাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বিজ্ঞাপন

মামলার অন্য বিবাদীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় (পক্ষে রেজিস্ট্রার), বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সভাপতি ও অধ্যক্ষ।

আইনজীবী বলেন, বাদী মোমেনা জীনাত শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম-বহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। পাওনা টাকা আদায়ে তিনি এ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোমেনা জীনাত জানান, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার আমার পেনশনের পাওনা টাকা চাইলেও তাদের থেকে কোনও জবাব পাইনি। মূলত আমি আমার পাওনা টাকার জন্যই এ মামলা দায়ের করেছি।

বিজ্ঞাপন

এনএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |